রহমত নিউজ ডেস্ক 28 June, 2023 03:19 PM
ঈদে ট্যানারি মালিকদের সহনশীল হওয়ার আহবান জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মনুশি বলেছেন, কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এর পরেও ট্যানারি মালিকরা সিন্ডিকেট করে মৌসুমি ব্যবসায়ীদের ঠকালে কাঁচা চামড়া রফতানির উদ্যোগ নেবে সরকার।
বুধবার (২৮ জুন) দুপুরে রংপুরের চিকলী পার্কেও লেকভিও বাসভবনে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতের সীমান্ত দিয়ে চামড়া পাচার রোধসহ অসাধু ব্যবসায়ীদের রুখতে নজরদারি করবে প্রশাসন। ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ঢাকার বাইরে লবণযুক্ত প্রতি বর্গফুট চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৪৫ থেকে ৪৮ টাকা। তবে গরুর চামড়ার দাম বাড়লেও অপরিবর্তিত থাকছে খাসি ও বকরির চামড়ার দাম। চামড়ার ন্যায্য মূল্য প্রাপ্তিতে এক সপ্তাহ ঢাকায় চামড়া ঢোকা বন্ধ করা হয়েছে। এছাড়া নিত্য পণ্যের দাম কমাতে সরকার কাজ করছে। এতিমখানা, মাদ্রাসা কর্তৃপক্ষ চামড়ার ন্যায্য মূল্য পেতে লবণ লাগিয়ে ৭-৮ দিন সংরক্ষণের পরামর্শ দেন।